Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নেজারত শাখা, চট্টগ্রাম
নাগরিক সেবা

নেজারত শাখা কর্তৃক সম্পাদিত নাগরিক অধিকার সমূহঃ

 

 

ক্রঃনং

সেবাসমূহ

সেবা প্রাপ্তির প্রক্রিয়া

প্রয়োজনীয় সময়

১.

সকল প্রকার বিল ট্রেজারী হতে পাশকরণ, চেক ব্যাংকে জমাদার, ব্যাংক হতে অর্থ উত্তোলন ও বিতরণ এবং ক্যাশ বহি, সাবসিডিয়ারী ক্যাশ বহি আনুষাংগিক রেজিষ্টার, ট্রেজারী রেমিটেন্স রেজিষ্টার ইত্যাদি লিখন ও সংরক্ষণ।

কর্মচারীদের বেতন ভাতাদি উত্তোলন পূর্বক যথাযথভাবে বিতরণ করা হয় এবং সংশ্লিষ্ট রেজিষ্টারসমূহ যথাযথভাবে সংরক্ষণ করা হয়।

ব্যাংক হতে অর্থ প্রাপ্তির সাথে সাথে বন্টনের ব্যবস্থা করা হয়।

 

২.

বিশেষ বাহকের ব্যবস্থাকরণ

প্রশাসনিক জরুরী প্রয়োজনে বিশেষ বাহক মারফত কার্য সম্পাদন করা হয়।

বিভিন্ন শাখা হতে চাহিদা সাপেক্ষে প্রেরণের ব্যবস্থা করা হয়।

৩.

আদালত ভবনের আওতাধীন অস্থায়ী ভিত্তিতে প্রদত্ত শপ লাইসেন্স নবায়ন ও ফি গ্রহণ সংক্রান্ত কার্যক্রম এবং আদালত ভবন এলাকায় অবৈধ দখল উচ্ছেদ সংক্রান্ত কার্যক্রম।

সরকারী রাজস্ব আদায়ের স্বার্থে বছরের প্রারম্ভে ব্যবস্থা গ্রহণ করা হয়।

০৭ কার্য দিবসের নোটিশের মাধ্যমে।

৪.

প্রটোকল সংক্রান্ত কাজে ও প্রশাসনিক জরুরী প্রয়োজনে যানবাহন রিকুইজিশন, বন্টন ও রিকুইজিশনকৃত যানবাহনের জ্বালানী সরবরাহ, লগশীট সংরক্ষণ এবং জ্বালানী হিসাব সংরক্ষণ।

ভিভিআইপি ও ভিআইপিগণের ব্যবহারের নিমিত্তে প্রয়োজনীয় যানবাহন ও জ্বালানীর ব্যবস্থা করা হয়।

বার্তা পাওয়ার সাথে সাথে।

৫.

চট্টগ্রাম জেলায় আগত ভিভিআইপি, ভিআইপি ও উর্দ্ধতন কর্মকর্তাদের সফরসূচী তৈরি ও সংশ্লিষ্টদের মধ্যে বিতরণ নিশ্চিতকরণ।

চট্টগ্রাম জেলায় ভিভিআইপি ও ভিআইপিগণের সফরসূচী পাওয়া মাত্র সংশ্লিষ্টদের মাঝে বিতরণ নিশ্চিত করা হয়।

বার্তা প্রাপ্তির সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হয়।

৬.

সুপ্রীম কোর্ট, হাইকোর্টসহ বিভিন্ন আদালত হতে প্রাপ্ত নোটিশ, সমন/পরোয়ানা এবং বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও অত্র কার্যালয়ের অন্যান্য শাখা হতে প্রাপ্ত পত্রসমূহ যথাযথভাবে জারীর ব্যবস্থা নিশ্চিতকরণ।

আদালত হতে প্রাপ্ত নোটিশ/সমন যথাযথভাবে জারীর ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্ধারিত তারিখের পূর্বে এস.আর কপি প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়।

৭.

মাননীয় মন্ত্রীবর্গ ও সংসদ সদস্যগণের অনুদানের অর্থের রেজিষ্টার, বিভিন্ন খরচের রেজিষ্টার ও চেক প্রদান রেজিষ্টার সংরক্ষণ এবং মাননীয় মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ ও বিভিন্ন মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত অনুদানের বিল প্রস্ত্ততকরণ, ট্রেজারী হতে উত্তোলন ও বিতরণ এবং প্রত্যেক অর্থ বৎসরের অর্থের হিসাব সংরক্ষণ ও বাজেট প্রস্ত্ততকরণ এবং বরাদ্দকৃত অর্থের হিসাব বিবরণী যথাযথভাবে প্রেরণ নিশ্চিতকরণ।

প্রাপ্ত অনুদানের চেক ট্রেজারী হতে প্রাপ্ত অর্থ যথাযথভাবে বিলি বন্টনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

স্বল্পতম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়।

৮.

মৃত নাবিকগণের ক্ষতিপূরণের অর্থ তার ওয়ারিশগণের মধ্যে বিলি বন্টনের ব্যবস্থাকরণ প্রসংগে।

অনুদান/সরকার হতে প্রাপ্ত অর্থ মৃত নাবিকদের ওয়ারিশগণের নিকট পত্র জারীর মাধ্যমে বন্টনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

স্বল্পতম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়।

৯.

ভিআইপি লিষ্ট প্রণয়ন ও সংরক্ষণ এবং দাওয়াত কার্ড বিলি বন্টনের ব্যবস্থাকরণ, ভিআইপিগণের আবাসন সংক্রান্ত যাবতীয় বিষয়, রেষ্ট হাউজ বরাদ্দ প্রদান, বিমান ও ট্রেন এর টিকেটের ব্যবস্থাকরণ এবং সকল জাতীয় দিবস ও সরকার ঘোষিত অনুষ্ঠানমালা উদ্যাপন সংক্রান্ত নথি।

নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বেই আগত অতিথিবৃন্দ ও ভিআইপিগণের আগমন, জাতীয় দিবস ও অন্যান্য অনুষ্ঠানমালার আমন্ত্রণ পত্র/অফিস স্মারক বন্টনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

স্বল্পতম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও অন্যান্য ভিভিআইপি/ভিআইপিগণের এবং উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাগণের সফর উপলক্ষে তাঁদের নিরাপত্ত, প্রটোকল, আবাসন, আপ্যায়ন, যানবাহন ব্যবস্থাপনা ইত্যাদি নিশ্চিতকরণ

জাতীয় ও রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং বিভিন্ন সময়ে অনুষ্ঠিত সবা,সেমিনারের কার্যাদি সুষ্ঠু ও সুন্দরভাবে বাসত্মবায়ন।

জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচন, বিভিন্ন পরীক্ষা, তদন্তকাজ, ভ্রাম্যমান আদালত পরিচালনা, আইনশৃঙ্খলা ইত্যাদি কাজে যানবাহন ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।

সার্কিট হাউস ও অফিস রক্ষণাবেক্ষণ।

চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংস্থাপন সম্পর্কিত কার্যাদি (নিয়োগ, বদলী, পদোন্নতি, বেতন-ভাতাদি, পেনশন ইত্যাদি)।

বিভিন্ন বিজ্ঞ আদালতের সমন ও অন্যান্য প্রসেস জারী সম্পর্কিত কার্যাদি।

জেলাপুলের যানবাহন রক্ষণাবেক্ষণ।

অফিস, সার্কিট হাউস ও বাংলো অফিসের যাবতীয় আসবাবপত্র, মেশিনারীজ ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ।

জেলা প্রশাসকেরসরকারি বাসভবন ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাদি।

জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দের নির্দেশে বিভিন্ন সময়ে প্রদত্ত অর্পিত দায়িত্ব পালন।


যোগাযোগ
নেজারত শাখাজেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম
ছবি
www.chittagong.gov.bd/dcoffice_section/9c27d70c_2149_11e7_8f57_286ed488c766/Nejarat.jpg
শাখার ফর্মসমূহ
ভারপ্রাপ্ত কর্মকর্তা